সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি চিঠিতে কারাগারটির নিয়ন্ত্রণ জেলা সমাজসেবা কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়। কিন্তু সমাজসেবা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এটি এক প্রকার অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে।
সরেজমিনে ইউএনবির এ প্রতিনিধি গিয়ে দেখেন, উপকারাগারটির প্রবেশ মুখে কারারক্ষীর পরিবর্তে দুটি ছাগল পাহারা দিচ্ছে। মূল ফটকের বাম দিকে মহিলা কয়েদির ওয়ার্ড। একটু সামনে এগোলেই পুরুষ ওয়ার্ড। তবে সেখানে কয়েদির পরিবর্তে গরু-ছাগলসহ গবাদি পশুর দেখা মেলে। পাশেই মুরগি পালনের ছোট একটি ঘর রয়েছে। সমাজসেবা অফিসের হাতে হস্তান্তর হওয়ার পরও কারাগারটি হাঁস, মুরগি, গরু-ছাগল পালনের খামার হিসেবেই ব্যবহৃত হচ্ছে। বর্তমানে কারাগারটিতে সমাজসেবা অফিসের একজন নাইট গার্ড কর্মরত রয়েছেন। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে দেয়াল থেকে প্লাস্টার খসে খসে পড়ছে। দরজা জানালা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। অফিস স্টাফদের তিন কক্ষ বিশিষ্ট কোয়ার্টারটি অনেক আগেই স্থানীয়দের দখলে চলে গেছে।
আরও পড়ুন: মৃত্যু কাম্য নয়, তবে কারাগারে অসুস্থ হয়ে মারা গেলে কিছু করার নেই: হাসিনা
কুষ্টিয়ায় উচ্চ ফলনশীল ‘খেজুর ছড়া’ ধানের জাতের সন্ধান
এব্যাপারে জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, আশির দশকে তৎকালীন প্রেসিডেন্ট হোসাইন মুহাম্মদ এরশাদ সারা দেশের ১৭টি জেলায় ২৩টি উপকারাগার নির্মাণ করেন। তার মধ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলার উপকারাগারটি একটি। কারাগারটি বর্তমানে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের খোকসা পৌরসভার ২নং ওয়ার্ডে অবস্থিত। এই উপকারাগারটিতে রয়েছে একটি প্রবেশ পথ, দুইটি কয়েদী রাখার হলরুম, দুইটি সাক্ষাৎকার কক্ষ, একটি স্টোর রুম, দুই কক্ষ বিশিষ্ট একটি অফিস রুম। তিন কক্ষ বিশিষ্ট একটি কোয়ার্টার। রয়েছে বেশ কয়েকটি টয়লেট।
স্থানীয় দিনমজুর মাসুদ শেখ বলেন, ‘কারাগারটি বানানোর সময় আমি লেবারের কাজ করেছিলাম। কিন্তু আজও এটি কাজে লাগেনি। অযত্ন- অবহেলায় বহু টাকা ব্যয়ে নির্মিত কারাগারটি দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে।’
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকসানা পারভীন বলেন, উপকারাগারটি নানা জটিলতায় আজও চালু করা সম্ভব হয়নি। তবে এটি প্রতীকী মূল্যে ভূমিমন্ত্রণালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যেই সেখানে কিশোর শোধনাগার বা উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে তলার জন্য জেলা প্রশাসক বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভালো নেই কুষ্টিয়ার ঝাড়ু শিল্পের কারিগররা, শত বছরেও জোটেনি স্বীকৃতি
অনিয়ম-দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্প
কুষ্টিয়ার জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া বলেন, কিশোর অপরাধ দমনে এই উপকারাগারটি কিশোর শোধনাগার বা উন্নয়ন কেন্দ্র হিসেবে রুপান্তর করার জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীনে দেয়া হয়েছে।